নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে চাঁদার টাকা না দেওয়ায় কলেজ শিক্ষকের শ্বশুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে কলেজ শিক্ষক ও তাঁর স্ত্রী, শ্বশুর ও ফুপু শ্বাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এছাড়া শ্বাশুড়ি ও স্ত্রীর বড় ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন, পাংশা সরকারি কলেজের খন্ডকালিন শিক্ষক (ইংরেজি), বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের বাদশা খানের ছেলে মো. সাদ্দাম হোসেন খান (৩৩), স্ত্রী কানিজ ফাতিমা (২৫), শ্বশুর সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী (৫৫) ও ফুপু শ্বাশুড়ি বুলু বেগম (৭৫)। আহতদের মধ্যে বুলু বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া শ্বাশুড়ি জাহানারা বেগম, স্ত্রীর বড় ভাই নাজমুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কলেজ শিক্ষক সাদ্দাম হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বলেন, প্রায় দেড় মাস আগে বাস্তখোলা গ্রামের (শ্বশুর বাড়ি এলাকার) ঠান্ডু নামের এক ব্যক্তি মুঠোফোনে আমার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। কি কারণে টাকা দিব এ নিয়ে বাগবিন্ডা হয়। বিষয়টি বিএনপির স্থানীয় পর্যায়ে কয়েকজনকে অবগত করা হয়। তারা আমাদের ডেকে মীমাংসাও করে দেন। এর জেরে তার ভাই স্থানীয় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কালাম ওরফ ড্যাবলান ও তার ভাই সহ কয়েকজন শুক্রবার রাত ৯টার দিকে শ্বশুর বাড়ি আসে। এসময় শ্বশুরের সঙ্গে বসে কথা বলা অবস্থায় ড্যাবলান ঘরে ঢুকে আমাকে বাহিরে ডেকে এনে ড্যাবলান ও তার ভাই সম্রাট, চাচা বক্কার মন্ডল, ছেলে দলু মন্ডল সহ ১০-১২ জন মিলে এলোপাতাড়ি মারতে শুরু করে। চিৎকার শুনে আমার স্ত্রী, শ্বশুর ও ফুপু শ্বাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ড্যাবলান আমাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে গুলি করতে ব্যর্থ হয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় কয়েকজন জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে। ভয়ে এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। স্থানীয়রা আরও জানায়, আহতদের কেউই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। অভিযুক্তরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পাওয়া মাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় শনিবার সকালে আহত কলেজ শিক্ষকের শ্বাশুড়ি বাদী হয়ে এজাহার নামীয় ৯জন এবং অজ্ঞাত আরো ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন।
ওসি আরো বলেন, মামলা দায়েরের পর শনিবার বিকেলে এজাহার নামীয় রাজিব মন্ডল (৩৮), তার পিতা মক্কার মন্ডল (৬০) ও রফিক মন্ডল (৪৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়। থানা পুলিশ জানায়, অভিযুক্ত কালাম ওরুফে ড্যাবলানের বিরুদ্ধে নারী নির্যাতন, ডাকাতি, মারামরির তিনটি মামলা রয়েছে। তার ভাই সম্রাটের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে।