ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের মো. সাব্বির সরদার (২৬), গোপিনাথদিয়া গ্রামের রফিকুল ইসলাম দুলাল (৩৮), পাটোয়ারী গ্রামের মো. আলামিন পাটোয়ারী (৩০), কাজিবাধা গ্রামের আইয়ুব আলী মিয়া (৩৫) ও বাড়াইজুড়ি গ্রামের মো. ইউনুস শেখ (৪০)। এদের মধ্যে সাব্বির সরদার, রফিকুল ইসলাম দুলাল ও আলামিন পাটোয়ারী মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং আইয়ুব আলী মিয়া ও ইউনুস শেখ চেক জালিয়াতি মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।