হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর মাত্র সম্পর্ক গড়ায় প্রেমে। পরবর্তীতে প্রেমিকের সঙ্গে পার্কে দেখা করতে গিয়ে অপহরণ এবং অতপর ধর্ষণের শিকার হন ৯ম শ্রেণির স্কুলছাত্রী। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরেকজনকে আসামী করে মামলা করেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের মো. বাবুর ছেলে মো. সোহান (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৬) ও একই ইউনিয়নের কামালদিয়া কান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সজিব ওরফে অমিত (১৯)। এছাড়া এ ঘটনায় পলাতক রয়েছেন সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলেকের ছেলে রাশেদ (২০)।
স্কুলছাত্রীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে। এ ঘটনার পর থেকে স্কুলছাত্রী অনেকটা অসুস্থ্য হয়ে পড়েছেন। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারের এক নিকট আত্মীয়ের বাসায় রয়েছেন। তবে কারো সাথে স্বাক্ষাত দিচ্ছেন না।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে গ্রেপ্তারকৃত সোহানের সাথে নবম শ্রেণির ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের মাত্র ১২দিনের মাথায় প্রেমিকাকে দেখতে সোহান সদর উপজেলার ভবদিয়া পার্কে আসার অনুরোধ করলে ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে পার্কে যায়। এসময় সোহান তার বন্ধুদের পার্কে ডেকে আনেন। দুপুর সাড়ে ১২টার দিকে সোহান ও তার বন্ধুরা মিলে পার্ক থেকে জোরপূর্বক অপহরণ করে নির্জন এক বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, সোহানের সাথে থাকা বন্ধুরাও স্কুলছাত্রীকে ধর্ষণ করে। জানাজানি হওয়ার ভয়ে পাঁচদিন পর সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তারা স্কুলছাত্রীকে শহরের বড়পুল এলাকার কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রী অজ্ঞাত এক ব্যক্তির ফোন থেকে শহরের এক বান্ধবীকে ফোন করে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলেন।
বৃহস্পতিবার স্কুলছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ১৮ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন সবাই মিলে খোঁজ করে না পেয়ে থানায় লিখিত অভিযোগ দেই। গত সোমবার সন্ধ্যায় মেয়ের সন্ধান পাওয়ার পর তার কাছ থেকে জানতে পারি উড়াকান্দার সোহান নামের এক ছেলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। আমার মেয়েকে ভবদিয়া পার্কে দেখা করতে নিয়ে তার বন্ধুরা মিলে অপহরণ করে অন্যত্র পাঁচদিন আটকে রাখে। এসময় তারা আমার মেয়েকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়ে এখনো স্বাভাবিক হয়নি। হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে এক আত্মীয়ের বাড়ি রাখা হয়েছে। আমি আমার ওপর নির্যাতনের বিচার চাই।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তিগত সহায়তায় শহরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার গভীররাতে সোহানসহ তার দুই বন্ধু সালমান মাহিন ও সজিব ওরফে অমিতকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে সে গণধর্ষণের শিকার হয়েছেন কি না।