Oplus_131072
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্ট ঢাকাগামী বাসযাত্রী মোঃ মনিরুল ইসলামকে (৩৩) ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ভায়না মোল্লাপাড়া এলাকার মোঃ মাহাতাব উদ্দিন এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা–খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম নামে ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদে তার কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।