• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৪

বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার আইনে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই মাংস ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মানিক হোসেন, এবং জেলা পুলিশ লাইন্সের একটি টিম।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় অপরাধ স্বীকার করায় দুইজন মাংস ব্যবসায়ীকে যথাক্রমে ৮ হাজার ও ১ হাজার টাকা, সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই সঙ্গে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদ আহমেদ বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর