Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের বিনোদপুর নিজ বাসার কাছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা তানভীর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখ এর ছেলে রহিম শেখ (৩০)।

এর আগে এই ঘটনায় বুধবার দুপুরে নিহত তানভীরের মামা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ জনকে অভিযুক্ত এবং অজ্ঞাতানামা কয়েকজনকে আসামী করা হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে জেলার গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রথমে এজাহার নামীয় ৩নম্বর আসামী কাজলকে শহরের বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে এজাহার নামীয় ৮নম্বর আসামী রহিমকে শহরের বড়পুল থেকে গ্রেপ্তার করে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ এখনো মাঠে কাজ করছেন।

স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাসা থেকে প্রায় ১০০ গজ দূরে বিনোদপুর সর্বজনীন মন্দির ও স্থানীয় মুন্নাফের দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে তানভীর তার দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। ১০ থেকে ১২ জন তরুণ আকষ্মিকভাবে এসে ওই দুই বন্ধুর গলায় অস্ত্র ঠেকিয়ে তানভীরের পেটে ও পিঠে উপর্যপুরি ছুড়িকাঘাত করতে থাকে। তানভীর মাটিতে লুটে পড়লে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন রক্তাত্ব অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন জানান, প্রায় ২-৩মাস আগে তুচ্ছ এক বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরের বিরোধ তৈরী হয়। ওই বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকা-ে স্থানীয় দুই থেকে তিনজন এবং দাদশী ইউনিয়নের ছয় থেকে সাতজন অংশ নিয়েছেন বলে জানা যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকারসহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বুধবার নিহতের মামা আলম শেখ বাদী হয়ে এজাহার নামীয় দশজন এবং অজ্ঞাত আরো সাত থেকে আট জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা