Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ভিন্ন স্বাদের খবর
  8. সাহিত্য ও সংস্কৃতি
  9. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে পরান শাহ (রহঃ) এর মাজারের কবর খুড়ে ভাঙচুরের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ৭:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাহ পরান শাহ (রহঃ) মাজারের ভিতর কবরের মাটি খুড়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মাজারের তালা ভেঙে ভিতর প্রবেশ করে কবরের মাটি খুড়াসহ জিয়ারতের স্থানটি ভাঙচুর করে।

মাজারের ভক্ত ও খেদমতকারীদের অভিযোগ, শনিবার বিকেল থেকে স্থানীয় একদল উচ্ছৃঙ্খল যুবক মাজারের পাশে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে উৎসব করে। ওইদিন রাতের কোন এক সময় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে মাজারের তালা ভেঙে জিয়ারতের স্থানসহ কবর খুড়ে তছনছ করে। এই কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

মাজারটি নিয়মিত খেদমত করেন স্থানীয় মিলন মন্ডল ও তাঁর স্ত্রী পারকীজ বেগম। পারকীজ বেগম বলেন, বাংলাদেশে ৩৬০ জন ওলিআওলিয়া এসেছিল তাঁর মধ্যে হযরত শাহ পরান শাহ (রহঃ) ছিলেন। কত বছর আগে এখানে এসেছেন বাপ-দাদারা কেউ সঠিক বলতে পারেনা। প্রতি বছর ১০ ফাল্গুন এখানে বাৎসরিক ওরস হয়। আগে বহু মানুষ বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসতো। আগে টিনের ঘর থাকলেও রাজবাড়ী শহরের এক ভক্ত পাকা ভবন করে দেন।

তিনি বলেন, রাজবাড়ীর এক খালা, আমি আর স্থানীয় সাবিনা মাজারের খেদমত করে থাকি। দুই সপ্তাহ আগের শুক্রবার স্থানীয় কয়েকজন যুবক মাজারে কি হয় খোঁজ নেন। তালা খুলে ভিতর থেকে টুল, টেবিল, ঝাড়–সহ চেয়ার নিয়ে যায়। তারা জানায়, এখানে নারীদের কোন কাজ নেই। তারপর তারা তালা মেরে চলে যান। ৪-৫দিন পর এসে পুনরায় তারা তালা খুলেন। শনিবার বিকেলে স্থানীয় ছেলেরা দুটি বড় বক্স এনে মাজারের পাশে রেখে উচ্চ শব্দে জন্মদিনের নামে সাউন্ডবক্স বাজায়। রাত দুইটা পর্যন্ত তারা সাউন্ডবক্স বাজায় আনন্দ করে। পরদিন রোববার সকালে মাজারের কাছে যায়। এসময় একজন দেওয়ালের ফুটো দিয়ে দেখে ভিতরে রওজাপাক (কবর) ভেঙ্গে মাটি খুড়ে গুড়িয়ে দিয়েছে।

মাজার ভক্ত স্থানীয় বাবলু বলেন, প্রায় ৩০-৩৫ বছর ধরে তিনি মাজারে আসা যাওয়া করেন। তাঁর বাবাও মাজারে আসা যাওয়া করতেন। মাজারটি প্রথম দিকে টিনের চাল ও বেড়া দিয়ে ঘেরা ছিল। মাজার ভাঙার খবর পেয়ে তিনি এখানে ছুটে আসেন। মাজারের বাইরে থেকে প্রাচীর বা পাকা ভবন ঠিক আছে। তবে ভিতরের জিয়ারতের স্থান ও কবরের মাটি খুড়ে গভীর গর্ত করা হয়েছে।

আরেক ভক্ত মালেক সাধু বলেন, মাজার ভাঙার খবর পেয়ে এসে দেখি সব ঠিকঠাক আছে। তবে ভিতরে অনেক ক্ষতি হয়েছে। কি কারনে কারা এই ক্ষতি করেছে জানিনা কাজটি মোটেও ভালো করেনি। তাদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। না হলে ভবিষ্যতে এই মাজার রাখা মুশকিল হয়ে পড়বে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মাজারটি শাহ পরান শাহ (রহঃ) এর ডামি হিসেবে জেনেছি। মাজার ভেঙে দেয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা