Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ মে ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দির সোনাপুরে আনারস প্রতিকের নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে দুই সমর্থককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকদের বিরুদ্ধে।আহত দুইজন হলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মণ্ডলের ছেলে ৫৬ বছর বয়সী সালাম মণ্ডল ও একই গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে ৫০ বছর বয়সী জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আহত দুজনই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সালাম মণ্ডল জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে সোনাপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের নির্বাচনী কর্মী সভায় যাচ্ছিলাম। এসময় আমি ও জাহাঙ্গীর ওই সভায় যাওয়ার পথে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের ৮/১০ জন হাতুরী সহ বিভিন্ন ধরনের অস্ত্র সস্ত্র নিয়ে মোটরসাইকেল প্রতীকের স্লোগান দিয়ে আমাদের দিকে আসে। এ সময় আমরা কিছু বুঝে উঠার আগে তারা হাতুড়ি দিয়ে আমাদের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে স্থান ত্যাগ করে।পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ জানান, আমি চারবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তা ও এ নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে তারা আমি সহ আমার কর্মী ও সমর্থকদের উপর বার বার হামলা করছে। উপেজেলা নির্বাচনে ভোটাররা আমার পক্ষে থাকার কারণে, প্রতিপক্ষ তার নিশ্চিত পরাজয় জেনে আমার সমর্থকদের ভয়ভীতি দেখানোর জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী মাস্তান বাহিনী দিয়ে একের পর এক আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভোটের মাঠ দুই পক্ষেরই উত্তেজনা রয়েছে। তবে যেখানে যখনই কোন ঘটনা ঘটানো হোক না কেন তা দেখভাল করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। আমরা চাই ২১ মে নির্বাচনের দিন  জনগন দেখবে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের ক্ষেত্রে কি কাজ করছি। উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজষ্ট্রেট সহ পুলিশ, বিজিবি, র্র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী ভোটেরদিন সকল অরাজকতা দমনে কাজ করবে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা