Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ
  7. আলোচিত খবর

মহিলা নেত্রীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমা আক্তারের বিরুদ্ধে বৃহস্পতিবার তিন গ্রামের কয়েকশ বাসিন্দা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আ.লীগের এমপি, তার পিএস এর নাম ব্যবহার করে তুচ্ছ বিষয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন করে জমি দখল করেছে। এছাড়া তিনিসহ দুই কন্যাকে দিয়ে অসামাজিক কর্মকাণ্ডেরও অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উজানচর ইউনিয়নের গণি শেখের পাড়া ইমামবাড়ি মাঠের সামনে রাস্তার ওপর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গণি শেখের পাড়াসহ হাবিল ম-ল পাড়া ও গফুর মন্ডল পাড়ার অন্তত পাঁচ শতাধিক নারী ও পুরুষ ব্যানার, প্লাকাড ও পোস্টারে বিভিন্ন শ্লোগান দিয়ে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে উজানচর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম বলেন, ১০-১২ বছর আগে থেকেই নাজমা আ.লীগের নাম ব্যবহার দলীয় কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। কিছু হলেই এমপি ও তার পিএস এর ভয় দেখায়। আমার গায়েও একদিন সে হাত তুলেছিল। ওর নির্যাতনের শিকার আমরা সকলে।

মমতাজ বেগম নামের গ্রামের আরেক নারী বলেন, নাজমার আত্মীয় বিদেশে লোক পাঠানোর নামে কয়েক লাখ টাকা আত্মসাত করেছে। এ বিষয়ে প্রতিবাদ করেছিলাম বলে একদিন আমি অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে সে অটো থেকে নামিয়ে আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল ফোন কেড়ে রেখে দেয়।

নাজমার প্রতিবেশী হোমেশ শেখ বলেন, আমি ইরাক থেকে বাড়ি আসার পর দেখছি প্রতিদিন রাতে নাজমার বাড়িতে মোটরসাইকেলে করে বিভিন্ন লোকজন আসা যাওয়া করে। বাড়ির ওপর দিয়ে পথ থাকায় রাত দুইটা-তিনটা পর্যন্ত অচেনা লোকজন আসা যাওয়া করা দেখে একদিন বাড়ির পথ বন্ধ করে দেই। এরপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে মাস্তান এনে আমাকে নানাভাবে হুমকি-ধামকি দেয় মিথ্যা নারী নির্যাতন মামলা করে। তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় শালিস বসলে শালিসদার ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দকে অপমান করে।

উজানচর ইউপির সাবেক ৯নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদের মোল্যা বলেন, ১০ বছর ইউপি সদস্য থাকা অবস্থায় কোনদিন অন্যায় কাজ সমর্থন করিনি। আমরা কয়েকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নাজমার এসব কর্মকা- নিয়ে শালিসে বসি। সে শালিসদার অপমান করে বের করে দেয়।

গ্রামের ফজেল শেখ বলেন, তার স্বামী ইউনুস বিদেশে থাকেন। স্বামীকে কোন তোয়াক্কাই করে না বলে দেশে ফিরে না। তার দুই মেয়েকে তিনবার করে বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে কিছুদিন পর ৩-৪ লাখ করে টাকা নিয়ে অন্যত্র আবার বিয়ে দেয়। গ্রামের লোকজন কিছু বললে সে এমপির পিএস এর ভয় দেখায়।

উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি বেগম বলেন, তাঁর সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নাজমা। সেখানে আমি ৬০ ভোট আর নাজমা ৫ ভোট পেয়েছিল। তার বিতর্কিত কর্মকা-ের কারনে দলীয় লোকজন বিরক্ত। যে কারনে কাউন্সিলে দলের কোন ভোট পায়নি। বর্তমানে দলের কোন পদে না থাকলেও তার ব্যবহারে সবাই অতিষ্ঠ।

উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামসুদ্দিন মন্ডল বলেন, তিন গ্রামের মানুষজন যাকে পছন্দ করেন না, তাকে আমি পছন্দ করি কিভাবে। তবে তার কর্মকাণ্ডে আমরা সবাই বিরক্ত। বিষয়টি দলীয় নেতৃবৃন্দ সবাই জানেন।
অভিযোগ প্রসঙ্গে উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, আমি অসুস্থ্য হাসপাতালে আছি। গ্রামের কিছু লোকজন এক হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। বরং কিছু লোকজন আমাকে নির্যাতন করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ

প্রয়াত আব্দুল আজিজ সরদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা