নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। ভুক্তভোগী পরিবার রাতেই একজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৪-৫জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ভাগলপুর গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে রাস্তার ঢালুতে বিকাশ ও ফ্লেক্সি লোডের দোকান দিয়ে ব্যবসা করছেন স্থানীয় বাবলু শেখ এর ছেলে সুজন শেখ (২৫)। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যার পর দোকানে বসে কাজ করছিল সুজন। রাত সাড়ে ৭টার দিকে জরুরী কথা আছে বলে তাকে দোকান থেকে ফাকে ডেকে নেয় একই এলাকার রশিদ মীর মালত এর ছেলে মিরাজ মীর মালত (২৪)। দোকান থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে স্থানীয় সাহেব আলীর পুকুর পাড়ের দিকে যেতেই দেখতে পান রাস্তার ওপর কয়েকজন দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের কাছে পৌছামাত্র ‘আমার ভাবির ফোনে ফোন করেছিলি’ এ কথা বলেই মিরাজ মীর মালত অতর্কিতভাবে তার (সুজন) ওপর হামলা চালায়। পাশে থাকা অন্যরাও লাঠি দিয়ে ও এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকেন। মিরাজ তার কোমড়ে থাকা ধারালো চাইনিজ কুড়াল বের করে আকষ্মিকভাবে সুজনের মাথায় কোপ দেয় এবং অন্যরা লাঠি দিয়ে মারপিট করতে থাকে। এতে রক্তাত্ব জখম হয়ে সুজন রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় সুজনের প্যান্টের পকেটে থাকা বিকাশের নগদ প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে শাসিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় সুজনকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সুজন শেখ বলেন, দোকানে ফ্লেক্সিলোড ও বিকাশের ভালো লেনদেন হয়। মিরাজসহ তার সঙ্গীরা এলাকার বখাটে হিসেবে পরিচিত। মূলত আমার টাকা নিতেই মিরাজ তার দলবল নিয়ে মঙ্গলবার রাতে জরুরি কথা আছে বলে কৌশলে ফাকে ডেকে নেয় এবং আমাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাজনীন নাহার নিরা বলেন, সুজনের মাথায় জখমস্থানে ৭টি সেলাই দিতে হয়েছে। আপাতত আশঙ্কামুক্ত হলেও তাকে বেশ কয়েকদিন সম্পূর্ণভাবে বিশ্রামে থাকতে হবে।
এ ঘটনায় সুজনের আপন চাচা মো. ফজলুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতেই মিরাজ মীর মালতকে প্রধান আসামী এবং অজ্ঞাত আরো ৪-৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে মিরাজ মীর মালত পলাতক রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর একজন দারোগাকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।