নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতের বিভিন্ন সময় উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে নারী পাঁচ মাদক বিক্রেতাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন সহ ফরিদপুর কোতোয়ালি থানার রাজা বেপারী ডাঙ্গী এলাকার ইসমাইল বিশ্বাসের ছেলে আলমাছ বিশ্বাস (২২), ১০৫ পিস ইয়াবাসহ গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার মৃত মেছের শেখ এর ছেলে মোহাম্মদ আলী শেখ (৩২), ১০ গ্রাম হেরোইন সহ নারী মাদক বিক্রেতা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুস্তাবন্দর এলাকার রিপন দাস এর স্ত্রী পলাশ রবি দাস এর মেয়ে নুপুর দাস (২০), ৫ গ্রাম হেরোইন সহ ঘিওর থানার জাবড়া এলাকার বাবুল হোসেন এর ছেলে বিল্লাল হোসেন (২৪) ও উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার গোলাম মোস্তফা শেখ এর স্ত্রী সাবানা বেগম (৬০) কে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন স্থান থেকে উল্লেখিত মাদক বিক্রেতাদের মাদকসহ গ্রেপ্তার করে।এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দিয়ে বুধবারে আদালতে প্রেরন করা হয়েছে।