মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে ১টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ড্রাম ট্রাকের মালিককে সাজা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের পাশ থেকে সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী চক্র কৃষি ফসলি জমি থেকে এস্কেভেটর যন্ত্র দিয়ে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিলো এমন খবর পেয়ে গোয়ালন্দ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক জব্দ করেন তিনি। পরে রাত ৮টার দিকে ড্রাম ট্রাক মালিক হাজির হলে তার উপস্থিতিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অবাধে নদী তীরবর্তী কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাটিবাহী ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় সড়ক–মহাসড়কে কাঁদা মাটি পড়ে ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলন প্রতিরোধ, সড়কে জানমালের নিরাপত্তা এবং সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ভিত্তিতে অভিযুক্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং তাদেরকে মাটি না কাটার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।