Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত মদ্যপান ও যৌন উত্তেজক ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু!

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য পান এবং যৌন উত্তেজক ওষুধ (জিনসিন) সেবনের কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাত ১২ টার পর থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি জামালপুর জেলার সদর থানার হড়িবাড়ী এলাকার মৃত কেসমত আলীর ছেলে আব্দুস সালাম(৫০)। তিনি পেশায় একজন ওয়েলডিং  ব্যবসায়ী।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে আসেন। বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে তিনি রাত দেড়টার দিকে দিকে পল্লীর এক যৌনকর্মীর ঘরে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় এক দোকান থেকে তার দুই বন্ধুসহ তিনজন মিলে ৩ লিটার মদ ও দুই বোতল যৌন উত্তেজক ওষুধ জিনসিন কিনে সেবন করে এক যৌনকর্মীর ঘরে প্রবেশ করেন। এতে তার শরীরের রক্তচাপ অনেক বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে ওই ঘর থেকে বেড় হয়ে যায়। রাত আড়াইটার পর তার অবস্থা বেগতিক হয়ে পড়লে তার দুই বন্ধু মিলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রুহুল আমীন জানান, বুধবার রাত পৌনে তিনটার দিকে কয়েকজন মিলে ওই ব্যক্তির মৃত দেহ হাসপাতালে নিয়ে আসেন। এটি ময়না তদন্তের পর জানা যাবে। তাৎক্ষনিক বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করি। রাতে পুলিশ এসে খোঁজ খবর নিয়ে আজ সকালে লাশটি নিয়ে যায়। আমাদের ধরনা তিনি ষ্ট্রোক করে মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আলাপকালে মৃত আব্দুস সালামের বন্ধু আনোয়ারুল ইসলাম খসরু জানান, তারা তিন বন্ধু মিলে গতকাল বুধবার জামালপুর থেকে সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লীতে ঘুরতে এসেছিলেন। দৌলতদিয়া ঘাটে এসে প্রথমে স্থানীয় একটি আবাসিক পাবনা বোডিং এ উঠেন। পরে সেখান থেকে পল্লীর ভেতরে গিয়ে তিন বন্ধু মিলে ৩ লিটার মদ ও দুই বোতল যৌন উত্তেজক ওষুধ (জিনসিন) সেবন করে আব্দুস সামাদ এক যৌনকর্মীর রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন। পরে তারা সামাদকে যৌনপল্লীর বাইরে এনে পাবনা বোডিং এ নিয়ে আসলে তিনি আরো অসুস্থ হয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, সঙ্গে থাকা বন্ধুদের ভাষ্য মোতাবেক আমাদের প্রাথমিক ধারণা এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্যপান ও যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে আব্দুস সালাম ষ্ট্রোক করে মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহটি থানার পর মৃত দেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে আজ রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি