নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার সাকের ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আলাল উদ্দিন (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত মুনছের মন্ডল এর ছেলে। এছাড়া দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে রবিউল মন্ডল (২২) নামের আরেক তরুণকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন এর নেতৃত্বে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় তাদের সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১ কেজি গাঁজা সহ আলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে পূর্বেও আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় গ্রেপ্তারকৃত আলাল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পুলিশ একটি মামলা দায়ের করেছে।
এর আগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির তপুর বাড়ির গলির ভিতর থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মো. রবিউল মন্ডল (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মুক্তার মন্ডলের ছেলে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।