ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভুত, দুরভিসন্ধিমূলক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পূঃন নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাজবাড়ী প্রেসক্লাবে অভিযোগ করা হয়।
বিদ্যালয়ের অবিভাক সদস্য মো. অহিদুজ্জামান, মো. মোহন সেখ ও মো. জিয়া বিশ্বাস স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পঃন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এ অভিযোগ করেন।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেওয়ান মো. আনিসুর রহমান উন্নয়নের কথা বলে বাজেট সভায় আমাদের রেজুলেশন বইতে আমাদের স্বাক্ষর করতে বললে সরল মনে স্বাক্ষর করি।কিন্তু গত ৩০/০৬/২৩ তারিখে স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ করতে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হয়।যে সময়টা ছিল কুরবানির ঈদ ও সরকারী বন্ধের সময়।বিজ্ঞপ্তির কোন সংযুক্তি নোটিশ বোর্ডেও টাঙ্গানো হয়নি। ঈদে ৫ দিনের ছুটি ও শুক্র ও শনিবার বন্ধ সময়ে আবেদন পত্র গ্রহন করেন স্কুল কতৃপক্ষ।
নিজেদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আবেদন গ্রহন করে তা স্বজন প্রিতি করা হয়েছে বলে অভিযোগে আনা হয়। রেজুলেশন বইতে প্রধন শিক্ষক যে স্বাক্ষর করেছে সেটি উন্নয়ন বা বাজেট মিটিংয়ের রেজুলেশন বই ছিলনা। সেটি নিয়োগ বিজ্ঞপ্তির রেজুলেশন বই ছিল। আমাদের সরলতার সুযোগে তথ্য গোপন করে আমাদের স্বাক্ষর গ্রহন করেছে। প্রধান শিক্ষক আমাদের না জানিয়ে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তার উদ্দশ্য হাসিলের চেষ্টা করছেন। নিয়োগ প্রক্রিয়া স্কুল ও স্কুলের শিক্ষার্থী অভিভাবক সকলের মধ্যে বিরুপ প্রভাব ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতি বিলম্বে আনিত অভিযোগ পর্যালোচনা করে তা বাতিলের মাধ্যমে পূঃন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য উদ্ধর্তন কতৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
বিদ্যালয়ে অভিভাবক সদস্য অহিদুজ্জামান মন্ডল বলেন, এই স্কুলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা আমাদের জনানো হয়নি। এ বিষয়ে কোন সভাও করা হয়নি, আমাদের ডাকাও হয়নি। স্কুলের বাজেট ও উন্নয়ন সভার মিটিংয়ে আমাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে তা নিয়োগ বিজ্ঞপ্তির সভা দেখিয়ে চালানো হয় যা সম্পূর্ণ অবৈধ। আমি সহ দুইজন অভিভাবক সদস্য জিয়া বিশ্বাস ও মোহন সেখ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে ও পূর্ন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে অভিযোগ দায়ের করি।আরো কয়েকজন স্কুলের সদস্য রয়েছেন তারা এ বিজ্ঞপ্তির বিপক্ষে রয়েছে।
আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেওয়ান মো. আনিসুর রহমান বলেন, আমি ও অত্র স্কুলের সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া সহ স্কুলের অন্যান্য সকল সদস্যদের উপস্থতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমি এ নিয়োগে কোন ধরনের অনিয়ম করিনি, বিধি মেতাবেক করা হয়েছে।এখন যারা অভিযোগে দিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
স্কুলের সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া বলেন, এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে সদস্যদের সাথে সভা করা হয়েছে।আর এ নিয়োগ দিয়ে আমরা টাকা পয়সা ভাগবাটোয়ারা করে নিয়েগেছি নাকি।এখন স্কুলের সদস্যারা যে অভিযোগ করছে তা সম্পর্ণ হয়রানি মূলক ও উদ্দেশ্য প্রনোদিত।
জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কোন ধরনের অভিযোগের কপি আমি পাইনি। অভিযোগ পেলে, বিজ্ঞপ্তির বিষয়ে আনিত অভিযোগ পর্যবেক্ষন করে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, একটি অভিযোগ এসেছে, আমি এখনো দেখিনি। স্কুলের বিজ্ঞপ্তি কোন প্রক্রিয়ায় প্রকাশ করা হয়েছে তা ক্ষতিয়ে দেখে পদক্ষেপ গ্রহন করবো।