ষ্টাফ রিপোর্টার, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বুধবার বালিয়াকান্দি থানায় উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে সমশের ফকিরের ছেলে আব্বাস ফকির (৩৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক তানভীর আহম্মেদ খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বুধবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে আব্বাস ফকিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বালিয়াকন্দি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।