ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলালিংক মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থেকে দুটি ব্যাটারি চুরির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে টাওয়ার থেকে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার ও চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চোর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সেনপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে আমিন উদ্দিন। আমিন উদ্দিন ঢাকায় যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিল। এসময় ব্যাটারি সহ চর লক্ষীপুর তালতলা মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার এস.আই মো. আমিনুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ব্যাটারি চোর আমিন উদ্দিনকে শহরের চর লক্ষীপুর তালতলা এলাকা থেকে দুটি ব্যাটারি সহ গ্রেপ্তার করেন। শনিবার গভির রাত থেকে ভোর পর্যন্ত সময়ের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় অবস্থিত বাংলালিংক টাওয়ারের থাকা বড় ধরনের প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের দুটি ব্যাটারি চুরি হয়।
এ সময় টাওয়ারের কার্যক্রমে ত্রুটি দেখা দিলে এবং নেটওয়ার্ক অচল হয়ে পরলে ঢাকার প্রধান অফিস থেকে স্থানীয় মোবাইল টাওয়ার দেখা শোনার দ্বায়িত্বে থাকা সুপারভাইজারকে ফোনে জানানো হয়। পরে সুপারভাইজার এসে দেখেন টাওয়ারের গেটের ও ভেতরে তালা ভেঙ্গে দুটি ব্যাটারি চুরি হয়েছে। উর্দ্বোতন কতৃপক্ষের নির্দেশে সদর থানায় সুপারভাইজার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পেক্ষিতি রোববার রাজবাড়ী থেকে ব্যাটারি সহ চোর চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়।