কামাল হোসেন, রাজবাড়ীঃ বর্তমানে দেশের সহজ-সরল জনসাধারন চিকিৎসা সেবা পেতে প্রায়ই বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে উক্ত বিড়ম্বনার কবল থেকে জনসাধারনের নিরাপদ রাখার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধরাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ীর বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার, ফার্মেসীতে এবং গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজবাড়ীর সদর থানার সাদিয়া ডায়াগনষ্টিক সেন্টার এবং নুর ডায়াগনষ্টিক সেন্টার এর ভিতরের পরিবেশ অপরিস্কার এবং অবৈধভাবে (কাগজপত্র ব্যতীত) তৈরী করার অপরাধে ৫০হাজার টাকা, ভেজাল ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে রাফী ফার্মেসীকে ১০হাজার টাকা এবং গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে অনুমতি ব্যতীত যৌন উত্তেজক ঔষধ বিক্রির অপরাধে আলম স্টোর নামক ঔষধ ফার্মেসীকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।