Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা কর্মকর্তাসহ কয়েক বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৬

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইলে ইউপি সদস্য তানজীদ হোসেন ও ব্যবসায়ী মুল্লুক মোল্লার মধ্যে সামাজিক সমস্যা নিয়ে সংঘর্ষে সাবেক সেনা কর্মকর্তা এসএম মতিউর রহমান জুয়েলের বাড়িসহ প্রায় ২৫টি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কসবামাজাইল ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

হামলায় জড়িত থাকার অভিযোগে পাংশা মডেল থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ওহিদুর রহমান মুক্তি(৪৫) নামে একজনকে আটক করেছে। তিনি কসবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামের বাসিন্দা।

হামলায় আহতরা হলেন, কসবামাজাইল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তানজীদ হোসেন (৪৫), লক্ষীপুর গ্রামের আমির হোসেনের ছেলে তছির আহম্মেদ (২৯), লুৎফর মোল্লার ছেলে আশিকুর রহমান তন্ময় (১৭), মুল্লুক মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (১৫), মৃত সমসের আলীর ছেলে তাওহীদ হোসেন (৫০) ও স্থানীয় লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন (৪৫)।ইমাইল স্থানীয় কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত হওয়ায় মঙ্গলবার অর্ধবার্ষিকী পরীক্ষায় দিতে পারেনি। আশিকুর রহমান চলতি বছর এসএসসি পরীক্ষার্থী।আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য তানজীদ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য তানজীদ হোসেনের কেয়াগ্রাম সমাজ থেকে সম্প্রতি মুল্লুক মোল্লাসহ কয়েকজন পৃথক হন। তানজীদ হোসেনের লোকজন মঙ্গলবার সকালে মুল্লুক মোল্লার বাড়িতে ‍পুনরায় তাদের সমাজে ফিরে আসতে শাসায়। পরে মুল্লুক মোল্লার মুদি দোকানের সামনে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইউপি সদস্য তানজীদ।এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পড়ে হাতাহাতি এবং সর্ঘর্ষ বাঁধে। মুল্লুক মোল্লার দোকানসহ উভয় পক্ষের ২৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর ঘটে। এর জেরে সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস এম মতিউর রহমান জুয়েলের বাড়ির প্রধান ফটকে হামলা চালায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তানজীদ হোসেন সাংবাদিকদের জানান, মুল্লুক মোল্লার নেতৃত্বে প্রায় ৩০-৩৫জন আমাদের এলাকার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আমাকে হাতুড়ি পেটা করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় বর্তমানে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবেক সেনা কর্মকর্তা এস এম মতিউর রহমান জুয়েলের ভাতিজা কসবামাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ আজ বুধবার সকালে বলেন, সমাজভিত্তিক সমস্যা নিয়ে ইউপি সদস্য তানজীদ হোসেন ও মুল্লুক মোল্লার মধ্যে প্রথমে বাড়বিতণ্ডা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে তানজিদ হোসেনের ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপত করিম হাসান ও স্থানীয় ফারুক খানের নেতৃত্বে তাঁদের বাসভবনের প্রধান ফটকে হামলা চালায়। তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে ব্যার্থ হয়।আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটানায় সরাসরি জড়িত তানজীদ সমর্থিত ওহিদুর রহমান মুক্তি নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ

গোয়ালন্দে মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বিশাল আকারের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা