কামাল হোসেন, রাজবাড়ীঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশব্যাপি বিভিন্ন প্রতারক চক্র, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর, রাজবাড়ীর পৃথক দুই স্থান গোয়ালন্দ মোড় ও খানখানাপুর এলাকা থেকে সোমবার বিকেলে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি ৩০গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার ধুনচী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে সাহাদত হোসেন পরশ (৩৫) এবং চর খানখানাপুর গ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে মো.বারেক মন্ডল (৩৮)। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাই পূর্বক সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটের কারবারি সাহাদত হোসেন পরশ এবং গাঁজার কারবারি মো. বারেক মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১কেজি ৩০গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইলসহ ৩টি সীমকার্ড জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ীর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।