কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ৬গ্রাম হেরোইনসহ মো. রিংকু (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী।
গ্রেপ্তারকৃত মো. রিংকু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া এলাকার মৃত নিকবর শেখের ছেলে। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মিঠু ফকির, এএসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে ৬গ্রাম হেরোইনসহ মো. রিংকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । এ অভিযান অব্যাহত থাকবে।