Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. স্বাস্থ্য

দৌলতদিয়া লঞ্চ ঘাটে ঈদে ঘরমুখী ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুলাই ২০২১, ৭:২৭ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ পরিবারের প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানষ। আজ রোববার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে মানুষের ভিড় দেখা যায়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামমুখী মানুষ বহনকারী প্রতিটি লঞ্চে ভিড় দেখা যায়। এতে করে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কোনটাই ছিল না।

রোববার সকালে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই করে আসছে। লঞ্চের যে ধারণ ক্ষমতা তার প্রায় দ্বিগুন সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চগুলি দৌলতদিয়া ঘাটে ভিড়ছে। বিশেষ করে লঞ্চগুলি ঘাটে ভেড়ার সময় সকল যাত্রী একত্রে নামার চেষ্টাকালে জটলা বেধে যাচ্ছে। তার ভিতর যাত্রীরা একজন আরেকজনের সাথে ঘেষে নামার প্রতিযোগিতা করছে। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কোনটাই মানা হয়নি। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এসব দেখভালের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও অনেক সময় ঈদে ঘরমুখী মানুষের কাছে অসহায় হয়ে পড়ে।

মাগুরা গামী যাত্রী এনামুল হক, রাশেদা বেগম সহ কয়েকজন বলেন, ৪-৫জন একত্রে ঢাকা থেকে রওয়ানা করেন। বছরের দুটি ঈদের সময় সবাই গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে চাই। আমরা ওই চিন্তা থেকে বাবা-মা, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে সকালে একত্রে রওয়ানা করেছি। গ্রামে পাশাপাশি বাড়ি, থাকিও ঢাকায় একই জায়গায়। তাই সবাই একত্রে রওয়ানা করেছি।

পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ে লঞ্চ এমভি দৌলত। করোনার কারনে যাত্রী অর্ধেক হিসেবে ৬৩ জন বহন করার কথা। কিন্তু যাত্রী এসেছে প্রায় ২০০ জনের মতো। ধারণ ক্ষমতার চেয়েও বেশি যাত্রী পরিবহণের কারণ জানতে চাইলে লঞ্চ মাষ্টার আশরাফুল ইসলাম বলেন, পাটুরিয়া ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কর্তৃপক্ষ প্রায় সবার উপস্থিতিতে লঞ্চগুলো ছাড়ছে। অনেক সময় লঞ্চ ছেড়ে দেওয়ার উপক্রম হলে যাত্রীরা জোরপূর্বক লাফিয়ে লাফিয়ে উঠে পড়ে। ঈদের বাজার তো তাই একটু বেশিই আসার চেষ্টা করছে।

এসময় দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত টার্মিনাল সহকারী রাসেল শেখ বলেন, ঈদের সামনে মানুষের একটু চাপ থাকবে। তবে লঞ্চ ঘাটে ভেড়ার সময় সব যাত্রী একত্রে নামার চেষ্টা করে। যে কারনে অনেক যাত্রীর ভিড় দেখা যায়। বাস্তবে এত ভিড় হচ্ছে না বলে তিনি দাবী করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি