ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর পূর্বপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ দু’জনকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের আরজু শেখের স্ত্রী পলি আক্তার ভাবনা ও পাশ্ববর্তী ইন্দ্রনারায়নপুরের কামালদিয়া গ্রামের মৃত রহমত প্রামাণিকের ছেলে সাগর প্রামানিক।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংসাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পলি আক্তার ভাবনার বাড়ীতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় পলি আক্তার ভাবনার বসত ঘর থেকে বিক্রির জন্য ছোট ছোট প্যাকেট করে রাখা ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ লাখ ১০ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে পলি আক্তার ভাবনা ও সেখানে অবস্থান করা সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়।