নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের বিশাল মহাবিপন্ন এক বাগাড় মাছ। আজ শনিবার বিকেলে স্থানীয় জেলে সিদ্দিকুর রহমানের জালে বাগাড়টি ধরা পড়ে। বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে আনলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে। পরে বিকেলেই তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয় মৎস্যজীবী ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙ্গাশ ও বড় ইলিশ ধরা পড়ছে। জেলে সিদ্দিকুর রহমানসহ অনেকে শনিবার দুপুরে পদ্মা নদীতে মাছ শিকারে জাল ফেলেন। দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর কলার বাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমান জাল ফেলেন। কিছুক্ষণ পর কয়েকটি ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। বেলা তিনটার দিকে সঙ্গীদের নিয়ে জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল এক বাগাড়। বাগাড়টি টেনে নৌকায় তুলতে তাদের অনেক বেগ পোহাতে হয়। অনেক কষ্টে নৌকায় তুলে বিক্রির জন্য আনেন দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটে। বিশাল বাগাড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ফেরি ঘাটে ভিড় করেন উৎসুক অনেকে। রেজাউল মন্ডলের আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনেন।
দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট চান্দু মোল্লা মৎস্য আড়তের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা জানান, পদ্মায় জেলে সিদ্দিকুর রহমানের জালে বিশাল আকারের বাগাড় ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন। বিক্রির জন্য রেজাউল মন্ডলের আড়তে নিলামে তোলা হলে ওজন দিয়ে দেখেন বাগাড়টি প্রায় ৫০ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় কিনেন। বিক্রির জন্য বাগাড়টি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেধে রাখেন। বিকেলে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৮০ হাজার টাকায় ঢাকার উত্তরার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এতবড় বাগাড় এ বছর প্রথম নদীতে ধরা পড়েছে বলে জানান।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা ও বিক্রি আইনত দ-নীয় অপরাধ। আইন থাকা সত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে নিলামে বিক্রি অব্যাহত আছে। নিলামে দৌলতদিয়া ঘাট এলাকায় বাগাড় বিক্রি হলেও আইনত কোনো পদক্ষেপ নজরে আসেনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা সম্প্রতি বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাগাড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার ও বিক্রি আইনত দ-নীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। এ কারণে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। তবে ইচ্ছে করলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারেন বলে তিনি মনে করেন।