• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে যুবলীগ নেতা মো. সহিদুজ্জামান রাজাকে (৩৯) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় তাঁকে উপজেলার উড়াকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, সহিদুজ্জামান রাজা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য। সে বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের বেলায়েত হোসেন মোল্লার ছেলে। তাঁকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১৮ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী ৩০ আগষ্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ছাড়াও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগ সভাপতি শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু, মহম্মদ আলী চৌধুরী সহ ১৭০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামী করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, চাকুরির কোটা সংস্কার আন্দোলন সারা দেশের মতো রাজবাড়ীতেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নেমে পড়ে। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শহরের বড়পুল এলাকায় বিক্ষোভ করছিল। আন্দোলন নস্যাৎ করতে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর এজাহার নামীয় আসামীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ওপর গুলি ও হাত বোমা নিক্ষেপ করায় বেশ কয়েকজন আহত হন। এতে মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, শিক্ষার্থী নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব হোসেন, আলতাফ মাহমুদ, উৎস সরকার, রিয়াজসহ অনেকে আহত হন। হামলাকারীদের বাধায় রাজবাড়ী সদর হাসপাতালে তারা চিকিৎসা নিতে না পেরে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে বরাট ইউনিয়ন যুবলীগ নেতা সহিদুজ্জামান রাজাকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আসামীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর