নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ শনিবার দিবাগত মধ্যরাতে সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় পণ্যবাহী কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে পদ্মা নদীতে পড়ার উপক্রম হয়। তবে অল্পের জন্য পদ্মা নদীতে পড়েনি। ফলে কোন নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর গভীর রাত থেকে ৭ নং ফেরি ঘাটের পন্টুন বন্ধ থাকায় ঘাটটিও বন্ধ হয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান যানবাহনের চালক ও সহকারী। নিয়ন্ত্রণ হারানো কার্ভাডভ্যান গাড়িটি ১০ ঘন্টা পর রোববার বেলা ১১টার পট উদ্ধার কাজ শেষ হলে ফেরি ঘাটটি চালু হয়।
নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যানের চালক মো. ফিরোজ জানান, নদী পাড়ি দিতে সুতা বোঝাই কার্ভাডভ্যান নিয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলাম। ঘাটে ফেরি ভেড়ামাত্র সামনে থাকা একটি মাইক্রোবাস গাড়িটি সামনে আগানোর পর আমি ব্রেকে থেকে পা উঠিয়ে সামনে আগানোর পর থেকে আমার ব্রেক আর কাজ করে নাই। এ সময় সোজা এসে গাড়িটি পন্টুনে আটকে যায়। পন্টুনে আটকে না গেলে সরাসরি পদ্মা নদীতে পড়ে যেত। আকষ্মিকভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলেও বলেন তিনি দাবি করেন।
কার্ভাডভ্যান চালক আরো বলেন, ইতিপূর্বেও এই ঘাটে অনেক গাড়ি ফেরিতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। হতাহতের ঘটনাও ইতিপূর্বে অনেক ঘটেছে। ফেরিতে উঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান। তবে এখানে ফেরি ঘাট কর্তৃপক্ষের গাফিলতির কথাও বলেন তিনিসহ অনেক যাত্রী। সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনাটিও ঘটেছে বলেও জানান তারা।
বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় সুতা বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে উঠতে না পেরে পন্টুনে আটকে যায়। পন্টুনে না আটকালে সরাসরি পদ্মা নদীতে চলে যেত। এতে যান মালের অনেক বড় ক্ষতি হতে পারতো। গাড়িটি যাতে নদীতে পড়ে না যায় এবং সম্পদের কোন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ৭নম্বর ফেরি ঘাটটি বন্ধ রাখা হয়। জীবনহানির কোন ঘটনা ঘটেনি। প্রায় ১০ঘন্টা পর আজ রোববার বেলা ১১টার দিকে গাড়িটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।
বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর এই তিনটি ঘাট চালু রয়েছে। ৬ নম্বর ঘাট হাইওয়াটার লেভেলের হওয়ায় বন্ধ রাখ হয়েছে। এছাড়া অপর ১, ২ ও ৫ নম্বর ঘাট কয়েক বছর আগে পদ্মা নদীর ভাঙনে বন্ধ রয়েছে।