Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে দিন শেষে ফিরিয়ে দেয়া হলো গরু, মোটরসাইকেল চুরির মামলায় ব্যবসায়ী আটক

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু হিসেবে ব্যবসায়ী গাজী হাওলাদারের ১০টি গরু আটকে হয়রানির অভিযোগ উঠেছে। গরুগুলো ছাড়িয়ে নিতে ব্যবসায়ীর লোকজন ছাড়াও গরু বিক্রেতারা দিনভর পুলিশে ধর্না দিয়েছেন। এছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়েছে স্থানীয় কয়েকজন।

পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে গরুসহ ব্যবসায়ী গাজী হাওলাদারকে (৬৫)আটক করা হলেও যাচাইয়ে চোরাই প্রমানিত না হওয়ায় বৃহস্পতিবার রাতেই গরু ফিরিয়ে দেয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে একই নাম্বারের দুটি মোটরসাইকেল ব্যবহার করার অভিযোগে আটক রাখা হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া হাচেন মোল্লার পাড়ার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে বাড়ি থেকে পুলিশ ব্যবসায়ীকে আটক করে এবং দুপুরে গরুগুলো থানায় নিয়ে যায়।

উজানচর গফুর মাতুব্বর পাড়ার কৃষক আব্দুল ওহাব বলেন, গাজী হাওলাদার গ্রাম থেকে ১১টি গরু কিনেন। আমার গরুটি তার ছেলে চুন্নুর কাছে ৭৭ হাজার ৫০০টাকায় বিক্রি করি। সকালে চোরাই গরু মনে করে পুলিশ নিয়ে গেছে খবর পেয়ে মালিকরা থানায় এসে পুলিশকে জানিয়েছি। কিন্তু অভিযোগকারী কে তা পুলিশ জানায়নি।

ইসমাইল হোসেন বলেন, গাজী হাওলাদারের কাছে ৫ লক্ষ ১৫ হাজার টাকায় ৩টি গরু বিক্রি করে মাত্র ১৫ হাজার টাকা পেয়েছেন। ৫ লক্ষ টাকাই বাকি রয়েছে। শুক্রবার কয়েকটি অনুষ্ঠানে মাংস সরবরাহ করে তার বাকি টাকাগুলো দেয়ার কথা ছিল।

মজনু শেখ জানান, গাজী হাওলাদারের কাছে ১লাখ ৯৮হাজার টাকায় ২টি গরু বিক্রি করে নগদ ৯৮হাজার টাকা পেয়েছেন। এখনো ১ লক্ষ টাকা বাকি। খবর পেলাম গাজীর বাড়ি হতে পুলিশ চোরাই গরু বলে থানায় নিয়ে গেছে, তাই ছুটে এলাম। অন্যান্য বিক্রেতারাও বলেন, তারা গরু বৈধভাবে বেচাকেনা করেছেন, এগুলো চোরাই গরু নয়। আমরা অযথাই হয়রানির শিকার হচ্ছি।

স্থানীয় পশু চিকিৎসক ইকবাল হাসান বলেন, তিনি গাজী হাওলাদারের গরুগুলো নিয়মিত দেখভাল করে চিকিৎসা সেবা দেন। এগুলো চোরাই গরু নয়। এ বিষয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেও কোন সদুত্তোর পাইনি।

চুন্নু হাওলাদার বলেন, বিভিন্ন হাটবাজার ও গৃহস্থ বাড়ী হতে গরু কিনে বিভিন্ন অনুষ্ঠান ও হোটেলে মাংস সরবরাহ ছাড়াও গরু লালন-পালনও করেন। যে কারনে তাদের সবসময় ১০-১২টি গরু থাকে। ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে বাড়ির দেয়াল টপকে প্রবেশ করে বাবাকে আটক করে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে ১০টি গরু থানায় নেয়। গ্রাম থেকে ছোট-বড় ১১টি গরু ১৫ লাখ টাকায় কিনলেও কারো টাকা পরিশোধ করা হয়নি।

তিনি বলেন, আমরা চক্রান্তের শিকার হয়েছি। দিনভর নাটকিয়তা শেষে বৃহস্পতিবার রাতে গরু ফিরিয়ে দিয়েছে পুলিশ।বাবার বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও আটকে রাখা হয়েছে। শুক্রবার সকালেও স্থানীয় দুই-তিনজন দৌলতদিয়া ঘাটে আমাদের মাংসের দোকান বন্ধের জন্য হুমকি দিয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গাজী হাওলাদারের বাড়িতে চোরাই গরু রয়েছে অভিযোগ পেয়ে বুধবার রাতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে গরুগুলো আটক করলেও যাচাইয়ে অভিযোগ প্রমানিত না হওয়ায় সন্ধ্যার পর গাজীর ছেলে চুন্নুর জিম্মায় ফিরিয়ে দেয়া হয়। তবে গাজী কসাইয়ের বিরুদ্ধে মোটরসাইকেলে একই নাম্বারের দুটি প্লেট ব্যবহারের অভিযোগে থানায় মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পদ্মা নদীতে ফেলা হাজারি বরশিতে পাওয়া এক বোয়াল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত, রাতে পৌছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র কম্বল

দৌলতদিয়ায় অল্পতে রক্ষা পেল কার্ভাডভ্যান, ১০ ঘন্টা পর ৭নম্বর ফেরি ঘাট চালু

বালিয়াকান্দিঃ ঝগড়ার প্রতিশোধ নিতে গৃহবধুকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি

পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ে পাওয়া গেলো যুবকের অর্ধ গলিত লাশ

শোক সংবাদ, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু

গোয়ালন্দে যাত্রীবাহি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই শ্রমিক নিহত

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন