নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরি ঘাট এলাকা শাহাদৎ মেম্বার পাড়ায় আগুন লেগে তিনটি পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে একটি বড় গরু পুড়ে মারা গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় এই ঘটনাটি ঘাটে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত মেম্বার পাড়ার শহীদ শেখ এর বাড়ীতে আগুন জ্বলতে দেখে লোকজন সবাই এগিয়ে আসে। কিন্তু এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুন প্রতিবেশী রেজাউল ও আব্দুর রাজ্জাকের ঘরে আগুন লেগে যায়। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দুটি গরুর মধ্যে প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি বড় গাভী পুড়ে মারা যায়। এছাড়া শহীদের আরো একটি গরু ও প্রতিবেশী রেজাউলের গরু সহ তিন পরিবারের ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ অর্থ সহ অনেক জিনিসপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ঘোড়ার গাড়ি চালক শহীদ শেখ ও ঘাট শ্রমিক রেজাউল জানান, হঠাৎ আগুন দেখে পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪নং ফেরিঘাটে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দিলে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে তীব্র শীত আর ঠান্ডায় খোলা আকাশের মানবেতর জীবনযাপন করছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল বাসেদ জানান, আমরা বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়েছি। এতে একটি ঘর সম্পূর্ণ এবং দুটি ঘর আংশিক পুড়ে গেছে। এছাড়া একটি বড় গরু পুড়ে মারা গেছে। এতে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।