মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয় ভাংগা -ফরিদপুরের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বোরো মৌসুমে ২০২২-২৩ ব্রি ধান ৮৯, ও ৯২ জাতসমূহের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া গ্রামে এ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত করেন আদ্-দ্বীন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভাংগা-ফরিদপুর বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ আকন্দ।
গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. ইমরান হোসেন, কৃষি উদ্যোক্ত ও আধুনিক কৃষক মো. হুমায়ন আহমেদসহ উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তোরাপ শেখের পাড়া গ্রামের কৃষক মো. হুমায়ন আহমেদের প্রদর্শনী প্লটের ব্রি ৮৯ ও ৯২ ধান আগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই-মাড়াই দেখানো হয়।
এসময় কৃষক হুমায়ন আহমেদ বলেন, বিগত দিনে যে সমস্ত ধানের জাতগুলো আবাদ করেছি, তারমধ্য বোরো ৮৯ ও ৯২ ধানের জাত সবচেয়ে ফলন বেশী, পোকামাকড়ের আক্রমণ কম, ধানের গোড়া ও গাছ খুবই শক্ত যা বাতাসে হেলে পড়েনা, অন্যান্য জাতের চেয়ে ফলনও বেশী, ধানও চিকন যা অতি লাভজনক। আমি সামনে মৌসুমে বোরো ৮৯ ও ৯২ জাতের ধান বেশী করে আবাদ করবো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।