oplus_0
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শেখ হাসিনার পরিবার একটি দূর্নীতিগ্রস্ত পরিবার। একটি দূর্নীতি পরিবার আগামীতে কখনই ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, পুতুল, শেখ সেলিমসহ তার পরিবারের সবাই দূর্নীতির সাথে জড়িত। আর শেখ হাসিনা ছাড়া ভারত কিছুই বুঝছে না। একজন মাত্র ব্যক্তির জন্য ভারত অস্থির। তাদের আর বাংলাদেশের জনগনের দরকার নাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন রোববার রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসাদুজ্জামান রিপন বলেন, ভারতকে মনে রাখতে গিয়ে ভারত সরকারকে আ.লীগ সরকার এ্যাত দান খয়রাত করেছে, এ্যাত কিছু দিয়েছে মনে রাখতে গিয়ে দিতে দিতে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। তাঁর বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলে গেছেন। শেখ হাসিনা তলাবিহীন ঝুরিটাকেও খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্থ হয়ে পরেছি আমরা, বিদেশী রেমিট্যান্স ও টাকা পয়সা আসলেও এই ধারদেনা শোধ করতে করতে এখন আর ভালো অবস্থানের মধ্যে নাই। “শেখ মুজিব বলেছিলেন, তোমরা রিয়্যালিটি মাইনা নাও। তাই ভারতকে বলতে চাই, শেখ হাসিনা নাই, পালায়ছে। তোমরাও এই রিয়্যালিটি মাইনা নাও”।
তিনি বলেন, দেশের সুশাসন দরকার। আর সুশাসনের জন্য ভালো মানুষ দরকার। ভালো, গ্রহণযোগ্য মানুষ দরকার। আর ভালো মানুষ রাজনীতিতে থাকলে ভালো সংসদ গঠিত হবে। তাহলেই ভালো সরকার গঠিত হবে। দলের কাউন্সিল উপলক্ষে ১৬ বছর ঝিমিয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, সমাজের ভালো এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে, দলের দায়িত্ব দিতে হবে। যারা ১৬ বছর ঘুমিয়ে ছিল, ৫ আগষ্টের পর জেগে উঠেছে তাদের নয়। যারা দল ক্ষমতায় আসার আগেই দখলবাজি, চাঁদাবাজিতে জড়িয়েছেন তাদেরকে দায়িত্বে আনা যাবে না। গানের ভাষায় বলতে হয়, ঘুমিয়ে ছিলাম, ভালই ছিলাম। জেগে দেখি বেলা নাই। তাদেরকে বলবো, ঘুমিয়ে থাকেন, এখন এসে লাভ নেই।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা শামা ওবায়েদ বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক নতুন বিএনপির হয়তো জন্ম হয়েছে। আ.লীগের অনেকে এখনো বিএনপিতে আসতে চায়। যারা ১৬টি বছর আন্দোলন সংগ্রামে তারেক রহমানের সাথে ছিলেন। জেল খেটেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সেই সব তৃণমূল নেতাকর্মীদের ভুলে গেলে চলবেনা। তাদের এবং পরিবারের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। আমাদের অনেক নেতাকর্মীর সাথে মহিলা নেত্রীরাও জেল খেটেছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম ও যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম সিকদার পিন্টু।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারণ অর রশিদ প্রমূখ।