মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন-বি ১৯২৪ এর উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা হল রুমে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য একেএম মনিরুল হক। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন-বি ১৯২৪ এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. শাহজাহান, ফরিদপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তান জোদ্দার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন-বি ১৯২৪ এর সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বাদশা বায়জিত কে সভাপতি, আবু মুসাকে সাধারন সম্পাদক, মো. শহিদুল ইসলামকে সহ-সভাপতি, এসএম আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন বি ১৯২৪ এর ফরিদপুর জেলা কমিটি গঠন করা হয়।