নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “মাদককে না বলি, খেলাধুলায় মেতে উঠি” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মাদক বিরোধী রাত্রিব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮ টায় বাহাদুরপুর ঈদগাহ ময়দানে এ টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নৈশকালীন এ টুর্নামেন্টে ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেন। ফাইনাল খেলায় গোয়ালন্দ স্পোর্টিং ক্লাব (সাগর+তূর্য) জুটি ২-০ সেটে মুলঘর জাগরণী চক্র (দিপু+আসিফ) জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাহাদুরপুর জাহিদ স্মৃতি সংঘের উপদেষ্টা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. জসিম উদ্দিন খানের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড: পিয়াল খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জাহিদ স্মৃতি সংঘের উপদেষ্টা, কাতার প্রবাসী কে এম সোহেল মাহমুদ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা সিরাজুল ইসলাম চানমিয়া, ফারুক হোসেন, সভাপতি জাহিদুল ইসলাম, আজাদ মোল্লা বাবু, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি সুলতান ফকির, সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য হারুন-অর-রশীদ, বাহাদুরপুর জাহিদ স্মৃতি সংঘের সদস্য, ওবায়দুল রহমান, বাপ্পি খান, স্বাধীন খান প্রমুখ।