মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ইমরান হোসেন চৌধুরীর ১৪ তম মৃত্যু বার্ষিকী রোববার ফরিদপুরে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ আসর শহরের কমলাপুর ডিআইবি বটতলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর বটতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান। এ সময় মরহুম ইমরান হোসেন চৌধুরীর একমাত্র পুত্র ইতমাম হাসিন চৌধুরী, যুবলীগ নেতা সাব্বির কামাল, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব পিয়াল, সমাজ সেবক জাকির হোসেন নিশাত, মো. আব্দুল ওহাব মিয়া সহ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাদ আসর চানপুর গ্রামের বাড়ির মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবরামপুর এলাকার দুটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, বর্ষিয়ান এই রাজনীতিবিদ ফরিদপুরের উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব ইমরান হোসেন চৌধুরী ২০০৯ সালের ২২ জানুয়ারী উপজেলা নির্বাচন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।