Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে কোন দিন উম্মুক্ত স্থান কেন কার্যালয়েও কোন সভা সমাবেশ করতে পারিনি। প্রায় ১৬-১৭ বছর পর এই প্রথম আমরা উম্মুক্ত স্থানে একত্রে বিজয় দিবস পালন করতে পারছি। কখনই খোলা জায়গায় বা দলীয় কার্যালয়ে সভা সমাবেশ করতে পারতাম না। দীর্ঘ এত বছর পর উম্মুক্ত স্থানে সভা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

১৬ ডিসেম্বর সোমবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের শ্রিপুর এলাকায় অবস্থিত জামায়াত ইসলামী বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম এ কথা বলেন।

জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার কোনদিন আমাদের সভা সমাবেশ করতে দেননি। কার্যালয়ে তো দূরের কথা কোথাও সমবেত হতেও দেননি। ২০১২ সাল থেকে জেলা জামায়াতের কার্যালয়টি ফ্যাসিষ্ট সরকার বন্ধ করে দেয়। অথচ হাসিনা সরকার এবং তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিগত ১৭ বছর আমাদের সকলের ভোটাধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের এদেশে আর ফেরত আসতে দেওয়া যাবে না। সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য কোরআন সুন্নাহর কোন বিকল্প নাই। আমাদের ভৌগলিক অর্থে স্বাধীনতা ছিল। কিন্তু আমাদের রাজনৈতিকভাবে স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধিনতা কোনদিনই ছিল না। ওই ফ্যাসিষ্ট সরকার আমাদের সবকিছু তারা হরণ করেছে।

রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম আরো বলেন, শেখ হাসিনার উদ্যোগে রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন করা হয়েছে। আমরা মনে করি দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু স্বাধীন সরকার নেই। স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীন ও গণতান্ত্রিক সরকার ভাগ্যে নেই। আগামী দিনে সংস্কারের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, জেলা শূরা সদস্য সোলাইমান মুন্সি, জেলা বায়তুলমাল সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মালনা সৈয়দ আহম্মেদ, জেলা শূরা সদস্য ও পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর গতকাল ১৬ ডিসেম্বর জেলা শহরের শ্রিপুর আলগাজ্জালি স্কুল সংলগ্ন জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা