• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২১

লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন; “পেট তো মানে না, তাই কাজে বের হয়ছি”

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ছিল ফাঁকা। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার আর কিছু শ্রমজীবী মানুষ পারাপার হতে দেখা গেছে। পাশাপাশি অতি নিরুপায় ব্যক্তিদের দেখা গেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও অতি নিরুপায় কিছু মানুষ পারাপার হচ্ছেন। পণ্যবাহী গাড়ি, কিছু এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার পার হতে দেখা যায়। এছাড়া কিছু যাত্রী পরিবহনের জন্য মোটরসাইকেল আরোহীকেও দেখা গেছে। তবে প্রশানের লোকজন কঠোর অবস্থানে ছিল।

রাজবাড়ীর বহরপুর থেকে যাত্রী পরিবহনের জন্য বৃষ্টি উপেক্ষা করে ফেরি ঘাটে এসেছেন মোঃ লাল মিয়া। কঠোর লকডাউন এবং বৃষ্টির মধ্যে এই ঘাটে কেন জানতে চাইলে বলেন, “ভাই পেট তো মানে না। তাই কাজে বের হয়ছি। আগে খাবার দোকান করতাম। বাকি পড়ায় টাকা তুলতে পারিনি। আবার গত বছর করোনা ও লকডাউনে মাঝে মধ্যে দোকান বন্ধ রাখতে হয়। এহনতো আর সংসার চলে না। তাই ৬০ হাজার টাহা দিয়ে সেকেন্ড মোটরসাইকেল কিনে যাত্রী টানছি”।

সৌদি প্রবাসী মনির হোসেন বলেন, বরিশালের উজিরপুর বাড়ি। পরিবার সহ বাস করেন মাদারীপুর শহরে। জরুরী প্রয়োজনে ১৫ দিন আগে নবীনগর যান। ঈদের আগে ফেরার কথা ছিল। গতকাল রাতে ছোট ছেলের অসুস্থ্য হওয়ার খবর পেয়ে দেরি না করে ভোর ৬ টায় রওয়ানা করেছি। নবীনগর থেকে দৌলতদিয়া ঘাটে আসতে বেলা সাড়ে ১১ টা বেজে গেল। খরচ হয়েছে প্রায় ৫০০ টাকার মতো।

ফরিদপুরের রাজবাড়ী রাম্তার মোড় থেকে দুই দিন থেকে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন মানিকগঞ্জের ঘিওরের সাহিন শেখ সহ তিনজন। তারা বলেন, মঙ্গলবার সকালে রাজবাড়ী রাস্তার মোড় গেছিলাম। কাজ না পেয়ে ফিরে আসলাম। ভাই আমরা কাজ না করলে খাবো কি? কাজ তো পেলাম না। ফরিদপুর থেকে ৫০০ টাকা রিক্সা রিজার্ভ করে ঘাটে আসলাম। অহন বাড়ি ফিরে যায়”।

দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল হক শুভ, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর সহ আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ টিম ঘাট এলাকায় টহল দিতে দেখা যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ভোর ৬ টা থেকে আমাদের টিম রাস্তায় রয়েছে। ঘাট এলাকায় কোন যাত্রীবাহি গাড়ি থাকতে দেয়া হচ্ছে না। তারপরও অনেকে বাইরে আসলে তাদেরকে বুঝিয়ে বাসায় ফিরিয়ে দিচ্ছি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, ১৫টি ফেরি চলছে। ফেরিতে অধিকাংশ পণ্যববাহী গাড়ি সাথে এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার সহ মোটরসাইকেল পার হতে দেখেছি। সাথে দিন মজুর শ্রেনির মানুষও পার হচ্ছে।

ইউএনও আজিজুল হক খান বলেন, সেনাবাহিনীর টিম ঘাট এলাকায় রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। সাথে পুলিশসহ ম্যাজিস্ট্রেট টিমও রয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর