হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ১৮ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মমতাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে।
মঙ্গলবার (২৩ মার্চ) ভোররাতে রাজবাড়ী সদর থানার এস.আই হিরন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাঝদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগষ্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ভাঙ্গারী ব্যবসায়ী ঘর জামাই আহম্মদ আলী মোল্লাকে হত্যার দায়ে মমতাজ বেগমকে সশ্রম কারাদন্ড ১০হাজার টাকা জরিমানা, আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। আহম্মদ আলী মোল্লার মৃত্যুর ঘটনার পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে সে পলাতক ছিলো।
এ বিষয়ে আসামী গ্রেপ্তারকারী এস.আই হিরন কুমার বিশ্বাস বলেন, পুলিশের অভিযানে দীর্ঘ ১৮ বছর ধরে পালিয়ে থাকা মমতাজ বেগমকে অনেক কষ্টে গ্রেপ্তার করা হয়েছে।