হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯১ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নম্বর ফেরী ঘাট এলাকায় আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
জাতীয় পার্টির স্থানীয় নেতা ও দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লার আয়োজনে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু, সাধারন সম্পাদক মো. লিয়াকত আলী, জাতীয় পার্টির পৌর সভাপতি মিজানুর রহমান বাবলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য কামাল আহমেদ চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়নের জাতীয় পার্টি নেতা মো. মনির হোসেন, মো. চান্দু মোল্লা, আলমগীর হোসেন প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু বলেন, পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকীতে কেক কাটার মাধ্যমে তার আতœার শান্তি কামনা করছি। তিনি বলেন, আজকের এইদিনে আমাদের সবাইকে শপথ নিতে হবে। দলের আদর্শকে সমুন্নত রেখে পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামীতে জাতীয় পার্টিকে সংঘটিত করার জন্য সবাইকে আহব্বান জানান।