ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ২৪ ঘন্টায় ১০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। রাজবাড়ীর ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলাতে ৮ জন, গোয়ালন্দে ১ ও পাংশাতে ১ জন নতুন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
গত ১৩ ও ১৪ মার্চ তারিখে ৩৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে বুধবার (১৭ মার্চ) রাতে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন এ ১০ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পরে। গত মাসের তুলনায় এ মাসে রোগী শনাক্তের হার বেড়ে হয়েছে ২৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৪৯১ জন। আর করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৩৭ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ২২ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।
সিভিল সার্জন ডাঃ মো. ইব্রাহিম টিটন জানান, নতুন করে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত মাসের চেয়ে এ মাসে করোনা রোগী আক্রান্তের সংখ্যা বেশি। ২৪ ঘন্টায় ৩৫ জনের নমুনা পরিক্ষা করে নতুন ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ হাজার ৪৯১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৩৭ জন।