নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রায়পুর গ্রামে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে জান্নাতুল ইতি (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে সকাল দশটার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হন।
জান্নাতুল ইতি ওই রায়পুর গ্রামের মৃত রোস্তুম আলী মন্ডলের মেয়ে। তার স্বামী মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামের সৌদি আরব প্রবাসী সোহানুর রহমান মন্ডলের স্ত্রী।
জান্নাতুল ইতির আপন চাচাতো বড় ভাই ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিবুর রহমান টুটুল জানান, কয়েকদিন আগে জান্নাতুল ইতি তার পাঁচ বছর বয়সী মেয়ে সঙ্গে নিয়ে বাবা রুস্তুম আলী মন্ডলের বাড়ি বেড়াতে আসেন। আজ মঙ্গলবার সকাল অনুমান দশটার দিকে বাড়ির উঠানে একটি বড় আম গাছে সে আম পাড়তে উঠেন। এ সময় অসাবধানতাবশত পায়ের নিচ থেকে ডাল ভেঙ্গে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে মাথা সহ শরীরে আঘাত পান তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের পাশাপাাশি পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা সোয়া এগারটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।
মনিবুর রহমান টুটুল আরো বলেন, জান্নাতুল ইতির লাশ এখন পর্যন্ত বাবার বাড়ির উঠানে রাখা হয়েছে। সৌদি আরব প্রবাসী স্বামী সোহানুর রহমান মন্ডলকে তাঁর স্ত্রীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তিনি ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। তিনি আসার পর লাশ দাফনের সিদ্ধান্ত হবে। ইতির অকাল মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পড়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ধরনের কোন সংবাদ আমাদের জানা নেই।