মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নবীন বরণ, প্রয়াতদের মরণোত্তর সম্মাননা স্মারক, প্রবীণদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত ইঞ্জিনিয়ারদের স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়। ঈদের পরদিন মঙ্গলবার গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাবের দ্বিতীয় তলায় প্রতি বছরের ন্যায় এবারো সংবর্ধনা অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত দুইজন প্রকৌশলী রাজশাহী বাঘা পৌরসভার মরহুম নাজমুল আলম ও সোনালী ব্যাংকের মরহুম সামসুদ্দিন মোল্লাকে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ৯ জন প্রবীন প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি শফিক মন্ডলের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী(অবঃ) ও গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রকল্প ব্যবস্থাপক ও সংগঠনের উপদেষ্টা ফকীর আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার (এলজিইডি), পদ্মা আবাসনের ব্যবস্থাপনা পরিচালক, সংগঠনের উপদেষ্টা আব্দুল মালেক মিয়া, ইএমএফ ইঞ্জিনিয়ারিং ট্রেড লিংক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও এসোসিয়শনের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ও এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল হালিম মোল্লা, এট টোরে ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রকৌশল বিভাগের প্রধান ও এসোসিয়েশনের উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষক (অবঃ) মো. ইউনুস আলী, ওজিহা ট্রেড এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রশিদ নওশাদ, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা(অবঃ) সিরাজুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার জুয়েল বাহাদুর, সোলায়মান হোসেন, আরিফুল বারি, মইনুল হক মৃধা, বাহাদুর হোসেন, আশরাফুজ্জামান রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে বলেন,“ ইঞ্জিনিয়ারিং বিভাগ বরাবরই দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকৌশলীরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে, যা আমাদের গর্বিত করে। তাঁদের সফলতা শিক্ষার্থী, জুনিয়রদের জন্য প্রেরণা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। নৈতিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের কল্যাণ ও আর্ত-মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে”।