নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নিম্ন আয়ের খেটে খাওয়া ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে পৌরসভা চত্বরে এ চাউল বিতরণ করা হয়।
এ সময় তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাউল বিতরণের আগে পৌর প্রশাসক এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ গোডাউনের চাউল পর্যবেক্ষণ করেন, ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করেন।
এ সময় ইউএনও নাহিদুর রহমান বলেন, চাউল বিতরণ প্রক্রিয়ায় কেউ যেন দুর্নীতি করতে না পারে, সেদিকে কড়া নজরদারির হুঁশিয়ারি দেন। এই চাউল বাইরে যেন কেউ বিক্রি করতে না পারে, এ বিষয়ে হুঁশিয়ারি করে উপস্থিত চাউল গ্রহীতা নিম্ন আয়ের জনসাধারণের প্রতি। এ সময় পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন ধরে চাল নিতে দেখা যায়।
উল্লেখ্য, প্রতি বছর ঈদুল ফিতরের আগ মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে এই ভিজিএফ চাউল বিতরণ করে থাকেন পৌরসভা কর্তৃপক্ষ।