নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে রোববার চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। উপজেলার রতনদিয়া বাজার এলাকায় রোববার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে রতনদিয়া বাজারের হোটেল বৈশাখীকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আল্লাহর দান হোটেলকে ৩ হাজার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে রহমান স্টোরকে ৫০০, একই অঅপরাধে মামুন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।