Oplus_131072
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার চাই এখনই” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে রোববার নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, সনাক রাজবাড়ী শাখার সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, জাহাঙ্গীর হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রীস্টিনা মারিও রেখা প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় শিশু আছিয়া হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা দ্রুত সময়ের মধ্যে আছিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।