Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

বালিয়াকান্দিতে গ্রাম্য শালিসে দুই’গ্রুপের সংঘর্ষ, বিএনপি সভাপতিসহ ১৫জন আহত

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মার্চ ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেম ঘটিত বিষয় নিয়ে গ্রাম্য শালিসে দুই’গ্রুপের সংঘর্ষে বিএনপি সভাপতিসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। রোববার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে গ্রাম্য শালিসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার নারুয়া ইউনিয়নের বদর উদ্দিনের ছেলে ও ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন (৫৫), বিলটাকাপোড়া গ্রামের সবুর শিকদার (৫০), হুমায়ুন কবির (৪২), তুহিনুর রহমান (৩৪), রাশেদুল মোল্যা (২৫), ফরহাদ মোল্যা (৩৮), নাসির মন্ডল (৪৫), আব্দুর রহিম (৫০), বাবলু মোল্লা (৩৫), শিবলু মোল্লা (৩২), ইলিয়াস সিকদার (৪৫), আশরাফ শিকদার (৫২), নুরজাহান বেগম (৫০), রিক্তা শিকদার (৩০) ও হাসি খাতুন (৩৫)।

স্থানীয়রা বাসিন্দারা জানান, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী (১৬) সাথে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বিরের (১৮) সাথে ২০২১ সালে ভালোবাসার সম্পর্ক গড়ে পালিয়ে যান। পরে আবার তারা বাড়ি ফিরে আসলে যার যার মা-বাবার কাছে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারী পাবলিকে বিবাহ করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায়  গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলাও দায়ের করেন।

সর্বশেষ ৪ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে ছেলে-মেয়ে যোগাযোগ করে ছেলেটি মেয়ের বাড়িতে আসে। তখন মেয়ের বাবা আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল  মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুই’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রোববার দুপুরে বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে বালিয়াকান্দি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে শালিসী বৈঠক বসে। শালিসের একপর্যায়ে দুই গ্রুপ মিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে বালিয়াকান্দি থানার পাশাপাশি জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রেম ঘটিত বিষয়ে নিয়ে বেশকিছুদিন ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ দুপুর ১২টার দিকে দুই পক্ষের আপোস মীমাংসা করতে বসেছিল। বসার কিছুক্ষণ পর দুই পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধলে অন্তত ১২জনের মতো আহত হয়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি জেলার অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বালিয়াকান্দি থানায় প্রেমিক সাব্বিরের নামে একটি অপহরণ মামলা হয়েছিলো। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, দুই পক্ষের লোকজন গ্রাম্য সালিসে বসার কিছুক্ষণ পর সংঘর্ষ বেধে যায়। এতে মেয়ের বাবা ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৮জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড সদৃশ্য বস্তুসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল বড়িসহ দুই মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

রাজবাড়ীতে স্ত্রীকে দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

ফরিদপুরের ইলেকট্রিক মিস্ত্রি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দৌলতদিয়া থেকে গ্রেপ্তার ৩

গোয়ালন্দে পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন, এলাকায় উত্তেজনা

দৌলতদিয়ায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খান

রাজবাড়ীতে ছাত্রদলের ১০ ইউনিটের কমিটি ঘোষণা

রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

পাংশায় বাবার অপেক্ষায় বাড়ির উঠানে দিনভর রাখা হয় ছেলের লাশ

রমজানের পবিত্রতায় পরিশুদ্ধ হোক মুসলিম উম্মা – যুক্তরাজ্য বিএনপি নেতা এম আরিফ

রাজবাড়ীতে শুরু হলো মাসব্যাপী স্বল্পমূল্যের বাজার

নারী আইনজীবীর কাছে চাঁদা দাবির অভিযোগে রাজবাড়ীতে দারোগা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা