Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. অপরাধ
  4. অপরাধ

লাইসেন্স না থাকায় রাজবাড়ী বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ লাইসেন্স না থাকায় রাজবাড়ী বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে রাজবাড়ীর ১নং রেল গেট এলাকার এই খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।

ভ্রাম্যমান আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম রাজবাড়ী শহরের রেলগেট এলাকার বিভিন্ন খাবার হোটেল ও দোকানে অভিযান চালায়। এসময় বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স না থাকায় এবং নবায়ন না করার অপরাধে ১৯ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১নং রেল গেট এলাকার রাজবাড়ী বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রাজবাড়ী বিরানী হাউজকে অতি দ্রুত লাইসেন্স নাবায়ন করতে হুশিয়ারী করা হয়। অন্যান্য হোটেল গুলোর লাইসেন্স নবায়ন থাকায় তাদের জরিমানা করেনি ভ্রাম্যমান আদালত। তবে সব হোটেল গুলোকে খাবার পরিবেশনের ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। সেই সাথে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন থেকেও বিরত থাকতে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন