নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এবার জেলেদের জালে প্রায় এক মণ ওজনের একটি বড় শুশুক ধরা পড়েছে। বিপন্ন প্রাণি শুশুকটি গত মঙ্গলবার বিকেলে ফেরি ঘাটের অদূরে ধরা পড়লে সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটে মাত্র ৭০০ টাকায় বিক্রি হয়। শুশুকটি এক নজর দেখতে ঘাটে স্থানীয়দের সাথে অনেকে ভিড় করেন।
স্থানীয় কয়েকজন মৎস্যজীবী ও জেলেরা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে বের হন। মানিকগঞ্জের বাল্লা অঞ্চলের জেলে বৈরাগী হালদার একাধিকবার জাল ফেলেন। কিছুক্ষণ অপেক্ষার পর জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলেই দেখতে পান বড় একটি শুশুক। এ সময় শুশুকটি বিক্রির জন্য জেলেরা দৌলতদিয়া ফেরি ঘাটের জাহিদুল ইসলামের আড়তে নিয়ে আসেন। তখন ওজন দিয়ে দেখতে পান প্রায় ৪০ কেজির মতো হয়েছে।
এ সময় মানিকগঞ্জের জেলে বৈরাগী হালদার বলেন, আমরা কয়েকজন মাছ শিকারে নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পর ঝাঁকি দিলে ভেবেছিলাম বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখি একটি বড় শুশুক ধরা পড়েছে। শুশুক খাদ্য হিসেবে মানুষজন নেয়না। শুশুকের তেল দিয়ে অনেক জেলে নদীতে বরশি দিয়ে মাছ শিকার করে। শুশুকটি কেনার জন্য এক সৌখিন মাছ শিকারি কেনার আগ্রহ দেখান। দরদাম ঠিক হলে তাকেই দিয়ে দিব। দুই থেকে তিন হাজার টাকার বেশি যাওয়ার কথা না।
দৌলতদিয়া ফেরি ঘাটের আড়তদার জাহিদুল ইসলাম জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও শুশুকটি বিক্রি হচ্ছিল না। পরে মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার এলাকার মারোয়ারী মৎস্য শিকারি বাচা ও ঘাইরা মাছ শিকারের জন্য ৭০০ টাকা দিয়ে শুশুকটি কিনে নেন। রাতেই জেলেরা শুশুকটি বিক্রি শেষে মানিকগঞ্জের বাল্লায় চলে যান।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শুশুক শিকার করা, পরিবহন এবং বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। বর্তমানে সচারচর শুশুক নদীতে দেখা যাচ্ছে না। বর্ষাকালে নদীর পানি ঘোলা হলে মাছের সাথে শুশুকের বিচরণ কিছুটা লক্ষ করা যায়। আমরা শুশুক যাতে কেউ শিকার না করে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাবো বলে জানান এই কর্মকর্তা।