নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশের মধ্যে গত বুধবার বেসরকারি জনপ্রিয় মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কালেরকণ্ঠ রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিম।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, এনডিসি নাহিদ আহম্মেদ, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও কবি সালাম তাসির, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর রুমন হোসেন প্রমূখ। এছাড়া এ সময় রাজবাড়ী জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথিগন মাছরাঙা টেলিভিশনের সফলতা কামনা করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনসহ সঠিক এবং নিভুল তথ্য তুলে ধরার আহ্বান জানান। একই সাথে রাজবাড়ী জেলার পজিটিভ বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরার অুনরোধ জানান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথিদের মাঝে কেক কাটা হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে দুটি বৃক্ষ রোপন করা হয়।