হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার প্রায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি পদ্মা নদীর ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১২ হাজার ৬০০ টাকায়। স্থানীয় এক মাছ ব্যবসায়ী জেলেদের কাছ থেকে ইলিশটি কিনে ঠাকুরগাঁও বিক্রি করেন। পদ্মা নদীর এতবড় ইলিশ এই মৌসুমে খুব কম ধরা পড়েছে। একই সাথে ওই ব্যবসায়ী একই জেলেদের কাছ থেকে আরো তিনটি ইলিশ কিনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশপুর এলাকার জেলে বাচ্চু হালদারসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ শিকারে যান। তারা দৌলতদিয়ার চর করনেশনা এলাকায় জাল ফেলেন। সকালে বাচ্চু হালদার জাল গুছিয়ে নৌকায় তুলেই দেখতে পান জালে বড় এক ইলিশ ধরা পড়েছে। এছাড়া তাদের জালে কয়েক দফায় আরো তিনটি ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশ চারটি তিনি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ এর কাছে বিক্রি করেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, উজানচর ইউপির চর মজলিশপুরের জেলে বাচ্চু হালদার পদ্মা নদীর চর করনেশনায় জাল ফেলে বড় বড় চারটি ইলিশ শিকার করেন। এরমধ্যে একটির ওজন ছিল ২ কেজি ৪৩০ গ্রাম এবং অন্য তিন ইলিশের ওজন ছিল প্রায় ৩ কেজি ১০০ গ্রাম। ইলিশগুলো বিক্রির জন্য তার সঙ্গে যোগাযোগ করলে কেনার আগ্রহ দেখান। দৌলতদিয়া ঘাটে আসার পর বড় ২ কেজি ৪৩০ গ্রাম ওজনের ইলিশটি ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার ১৫০ টাকা দিয়ে কিনেন। এছাড়া ৩ কেজি ১০০ গ্রাম ওজনের অন্য তিন ইলিশ ৮ হাজার টাকায় কিনেন।
শাহজাহান শেখ বলেন, ইলিশ মাছগুলো বিক্রির জন্য তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া তিনি তাঁর ফেসবুক পেইজে পোস্ট করেন। পরে ঠাকুরগাঁও অঞ্চলের এক চাউল ব্যবসায়ী কেনার আগ্রহ দেখালে বড় ইলিশটি ১২ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। অন্য তিনটি ইলিশও তাঁর কাছে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ইলিশ মাছগুলো ঠাকুরগাঁ পৌছে দিতে পরিবহন খরচ বাবদ তাঁকে আরো ৫০০ টাকা ভাড়া দেন। বর্তমানে পদ্মা নদীর ভরপুর থাকায় জেলেদের জালে ইলিশ সহ অন্যান্য সুস্বাদু মাছ ধরা পড়ছে।