নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকালে রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলার ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহালের টেন্ডার জমা নিয়ে দুটি গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ওইদিন মধ্যরাতেই রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে তিনি। তবে মামলা দায়েরের এক সপ্তাহের বেশি সময় পার হলেও কোন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানবন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সভাপতি মো. মোশাররফ হেসেন, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, একুশে টেলিভিশন ও কালের কন্ঠের সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানা, সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, ৭১ টেলিভিশন প্রতিনিধি মেহেদী হাসান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সুমন বিশ্বাস, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান প্রমূখ।