Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া এবং জেলার পাংশা উপজেলার কালিকাপুর ব্রীজের কাছে চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। এরমধ্যে একজনের বয়স ২৫ থেকে ৩০ এবং আরেকজনের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। তবে কারো পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শবিার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ নামক ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রীজের কাছে বিকেল সোয়া ৪টার দিকে পৌছে। এ সময় অশাবধাণতা বশত ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক ট্রেনের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ থেতলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী জিআরপি থানা পুলিশের দল দুর্ঘটনাস্থলে পৌছে আইনগত প্রক্রিয়া শুরু করে।

অপরদিকে বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী ছেড়ে যায় ‘শাটল ট্রেন’। ট্রেনটি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া বাজার রেল ষ্টেশন এলাকায় পৌছলে ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক ট্রেনটির নিচে ঝাপ দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌছে আইনগত প্রক্রিয়া শুরু করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে জেলার পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রীজের কাছে দুর্ঘটনাটি সম্ভবত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে বিকেলে সদর উপজেলার পাচুরিয়া ষ্টেশন এলাকায় অজ্ঞাত যুবক সম্ভবত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। দুটি দুর্ঘটনাস্থলে আমাদের পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। লাশ দুটির পরিচয় পাওয়া না গেলে দাফন সম্পন্নের জন্য আঞ্জুমান মফিদুলে প্রদান করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা